সানফ্লাওয়ার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লি: চট্টগ্রাম বিভাগীয় প্রকল্প সমুহের যৌথ উদ্যোগে ২০১৯ এর ব্যবসা সফল করন শীর্ষক আলোচনা ও মরণোত্তর দাবীর চেক বিতরণ অনুষ্ঠান নগরীর একটি হোটেল হলরুমে আয়োজন করা হয়।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায়, কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ বীমা শিল্পের সফল রুপকার বাবু সুমল কান্তি দাশের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান নগরীর মুরাদপুর হোটেল জামানে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সানফ্লাওয়ার লাইফ ই: কোম্পানীর সম্মানিত পরিচালক বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ রইছ উদ্দিন, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক মিসেস রাদিয়া রইছ, বিশেষ অতিথি ডিএম ডি মোহাম্মদ ফরিদুল আলম সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএম ডি কামরুল হাসান খন্দকার, সহকারী-ব্যবস্থাপনা পরিচালক হাসান নুরুল্লাহ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে কোম্পানির বীমা গ্রাহকের নমিনি জান্নাতুন নুর ও শিরিন আক্তারসহ মোট ৫জন নমিনির হাতে প্রধান অতিথি মরনোত্তর বীমাদাবীর চেক হস্তান্তর করেন।
সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, বাংলাদেশে বীমা শিল্প একটি সম্ভাবনাময় খাত হলেও এর বিকাশ আর উন্নয়নে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিয়েছে স্বচ্ছতা ও আস্থার অভাব। এ কারণে আর্থিক অন্তর্ভুক্তি ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সূচক হয়েও দেশের আপামর গণমানুষের মধ্যে প্রত্যাশা অনুযায়ী জনপ্রিয় ও গ্রহণযোগ্য হয়ে ওঠেনি বীমা শিল্প। এই শিল্পের সংকট নিরসনে আধুনিকায়ন ও ডিজিলাইজেশনের উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পাশাপাশি আমাদের কোম্পানীর বর্তমান সম্মানিত পরিচালনা বোর্ড ও সিও স্যার নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে। আশা করি বিশ সাল থেকে আমাদের গ্রাহক ও কর্মীরা এর সুফল পাবেন।