আগামী ১০ জানুয়ারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ’ উদ্বোধন করা হবে। এদিন কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুজিববর্ষ’ উদ্বোধন করবেন।
‘মুজিববর্ষ’ উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন যৌথভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১০ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে সরাসরি কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠান প্রদর্শন। একই স্থানে সন্ধ্যা ৬টা হতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়া ‘মুজিববর্ষ’ উপলক্ষে নগরীতে ৪টি ক্ষণগণনা যন্ত্র স্থাপন করা হবে। এ যন্ত্রগুলো নগরীর আন্দরকিল্লা পুরাতন নগর ভবনের সম্মুখে, সার্কিট হাউজের সম্মুখে, আদালত ভবন এবং শাহ আমানত সেতু এলাকায় স্থাপন করা হবে। তাছাড়া ‘মুজিববষর্’ উপলক্ষে সিটি কর্পোরেশন সারা বছর নগরী পরিস্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রম গ্রহন করেছে।
‘মুজিববর্ষ’ উপলক্ষে সিটি কর্পোরেশন আরো যেসব কর্মসূচি গ্রহন করেছে সেগুলো হলো নতুন প্রজন্মের মাঝে জাতির পিতার কর্মময় এবং রাজনৈতিক জীবন ও আদর্শ তুলে ধরা। এছাড়া নগরীর বাটালি হিলে বঙ্গবন্ধুর ম্যুরাল, পাহাড়তলী শেখ রাসেল পার্ক ও বঙ্গবন্ধুর সড়কের বড়পুল গোলচত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে।