এখন থেকে ঢাকা-সিঙ্গাপুর রুটে ‘এয়ারবাস এ৩৫০-৯০০ মডেলের মিডিয়াম হউল’ উড়োজাহাজে যাত্রী পরিবহন করবে সিঙ্গাপুর এয়ারলাইনস। আগামী ১ ফেব্রুয়ারি প্রতিদিন ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে চলাচল করবে। এর বাইরে অন্য ফ্লাইটগুলোর উড়োজাহাজ আগেরটাই থাকবে। এই ফ্লাইটগুলো সপ্তাহে তিন দিন (বুধ, বৃহস্পতি ও রোববার) ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে চলাচল করবে।
‘এয়ারবাস এ৩৫০’ ঢাকা থেকে উড়বে সিঙ্গাপুর এয়ারলাইনে
