২৪ জানুয়ারি জাতির জীবনে এক কলংকজনক অধ্যায়। ১৯৮৮’র ২৪ জানুয়ারি তৎকালীন এরশাদ স্বৈরশাসকের নির্দেশে মীর্জা রকিবুল হুদার নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার লালদিঘির মাঠে অনুষ্ঠিত জনসভায় শেখ হাসিনাকে প্রাণনাশের লক্ষ্যে ২৪জন মানুষকে হত্যা করে বাঙালি জাতির জীবনে এক কলংকজনক অধ্যায়ের সূচনা করেছে। তখন থেকেই এই দিনটি চট্টগ্রাম গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত। জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম’র উদ্যোগে চট্টগ্রাম গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত সভা কোর্ট বিল্ডিং চত্বরে নির্মিত স্মৃতিসৌধ স্মৃতি ২৪ প্রাঙ্গনে মহানগর এর সভাপতি মো: হাবিব উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সভাপতি এড. শামসুদ্দিন আহমদ ছিদ্দিকী টিপু, মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজ হান্নান, জেলা সাধারণ সম্পাদক এড. প্রদীপ কুমার চৌধুরী, কেন্দ্রীয় সদস্য লে.(অব.) ইলিয়াস কমরু, সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা এম. নুরুল হুদা চৌধুরী, সালমা বেগম, মো: জাহিদ, মো: সোহেল ইসলাম, আলহাজ্ব জালাল ইব্রাহিম, মো: আবু মনসুর, আলহাজ্ব নুরুল হাসেম, মো: মাঈনুদ্দিন, মো: মামুন প্রমুখ। বক্তারা সদ্য ঘোষিত চট্টগ্রাম গণহত্যা দিবসের রায় অবিলম্বে কার্যকর করার জন্য সরকারে নিকট দাবি জানান। সভায় শেষে শহীদদের স্মরণে কোর্ট বিল্ডিং চত্বরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম’র উদ্যোগে গণহত্যা দিবস পালিত।
