কালো মেঘে ঢাকা আকাশ। সাথে হালকা শীতল বাতাস বইয়ে যাচ্ছে। যেকোনো মূহুর্তে বৃষ্টির আগমন ঘটে যেতে পারে। অনেকক্ষন ধরে বসে আছি আনমনে। অবশেষে মেঘ তার ধৈর্য হারিয়ে বৃষ্টির আগমন ঘটায়। বৃষ্টির শব্দ আমার স্মৃতির দুয়ারে কড়া নাড়তে শুরু করে। শীতল বাতাসের হালকা বেগে স্মৃতির দুয়ার খুলে যায়। বৃষ্টির পানি সেই স্মৃতিকে আরো স্বচ্ছ করে তোলে।আমি হাঁটতে শুরু করি অতীতের পথে। যেই পথে কোন এক মেঘলা দিনের বৃষ্টিস্নাত বিকেলে তোমাকে দেখেছিলাম নদীর পাড়ে। শুভ্র কাপড় পড়ে প্রকৃতির সাথে মিশে গিয়ে খালি পায়ে হাঁটতে ছিলে বৃষ্টি ভেজা ঘাসের উপর। বাতাসে নদীর স্রোতের মতো উড়ছিল তোমার ঘন কালো লম্বা চুল। সেই চুলের সুগন্ধে ভরে উঠে শীতল বাতাস।
শুভ্রতার মাঝে কালো চুলে বেশ মানানসই লাগছিল তোমাকে। তোমার হাঁটার গতি ছিল নদীর মতো ধীর। তারপর মেঘের ঘনত্ব কমে গিয়ে হালকা রোদের দেখা দেয়। তাতে তোমার শুভ্রতা উজ্জ্বল হয়ে উঠে।
.
পর মূহুর্তে মেঘে মেঘে দন্ড শুরু হয়। নেমে আসে আবার বৃষ্টি। নদী পার ছেড়ে চলে যাও তুমি শুকনো আশ্রয়ের খোঁজে।আর আমি বৃষ্টিতে ভিজে দেখি তোমার চলে যাওয়া। তারপর বাস্তবে বৃষ্টি থেমে যায়। সন্ধ্যা নেমে আসে। প্রকৃতি শান্ত হয়। আকাশে তারা দেখা দেয় কয়েকটা। হয়তো এইভাবেই বৃষ্টি আমাদের অতীতের সন্ধান দিয়ে যাবে।
শব্দ কারিগরঃ MD Shihab Uddin