নেদারল্যান্ডে সম্প্রতি পঞ্চম প্রজন্মের টেলিকম নেটওয়ার্ক ফাইভ জি চালু করা হয়েছে। একটি রেল স্টেশনে পরীক্ষামূলকভাবে ওই নেটওয়ার্ক চালু করা হয়। এর পরেই রেল স্টেশনের আশেপাশের পার্কে শত শত মৃত পাখি পড়ে থাকতে দেখা গেছে। শুরুতে এই খবর দেশটির সরকার সুকৌশলে চেপে রেখেছিল। তবে এক সঙ্গে এতো পাখি মারা যাওয়ায় এই খবর আর চেপে রাখা সম্ভব হয়নি। সব মিলে মৃত পাখির সংখ্যা ছিল ২৯৭ টি।
মূলত ফাইভ জি নেটওয়ার্ক সিগনাল কতদূর পৌঁছায় আর পরিবেশে কোন ক্ষতি করে কী না তা জানাই এই পরীক্ষার উদ্দেশ্য ছিল। কিন্তু এই পরীক্ষায় পরিবেশে বিশাল ক্ষতি হয়ে গেল।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জন নামে নেদারল্যান্ডসের এক পরিবেশপ্রেমী বলেছেন, এতো পাখি একসঙ্গে ব্যাকটেরিয়া বা ভাইরাল ইনফেকশনে হঠাৎ মারা যেতে পারে না। ফাইভ জি নেটওয়ার্ক থেকে নির্গত মাইওক্রোওয়েভ পাখির হৃদপিন্ডে আঘাত হানে। এর পরে হৃদযন্ত্র অকেজ হয়ে মারা গেছে পাখিগুলো।
দেশটিতে ইতোমধ্যে ফাইভ জি নেটওয়ার্ক বন্ধ করার জন্য ইন্টারনেটে আন্দোলন শুরু করেছেন জন। স্টপফাইভজি ডট নেট ওয়েবসাইট থেকে তিনি ফাইভ জি নেটওয়ার্ক থেকে হওয়া সম্ভাব্য ক্ষতি ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করার কাজ করে চলেছেন।
নেদারল্যান্ডসে শত শত পাখি মারা পড়ল ফাইভ জির তরঙ্গ পরীক্ষায়

Duitsland, 9 mei 2016 Vlucht Bonte Strandlopers met Kanoeten aan de waddenkust van de Dollard in National Park Niedersachsisches Wattenmeer bij Bohrinsel bij Dyksterhusen. Op de achtergrond is het havengebied van Emden te zien met een car carrier van K line. Het National Park Niedersachsisches Wattenmeer is ook een Unesco Biosfeerreservaat en staat als onderdeel van het Waddenzeegebied op de lijst van Unesco Werelderfgoed. Germany, may 9, 2016 Dunlins and Knots over National Park Niedersachsisches Wattenmeer at Bohrinsel, Dyksterhusen. In 2009 the Dutch and German parts of the Wadden Sea were inscribed on the World Heritage List of Unesco. The National Park is a Unesco Biosphere Reserve. In the background the port of Emden, with a K line car carrier, is visible. Foto: Sijmen Hendriks