দীর্ঘদিন পর রানের দেখা পেলেন মোহাম্মদ ফোরকান। সেটাও তার স্বাভাবিক পজিশন ছেড়ে ওপেনিংয়ে নেমে। কিছুক্ষণ ধৈর্য ধরলে হয়তো সেঞ্চুরির দেখাও পেয়ে যেতেন। কিন্তু ৫৬ রানেই থেমেছেন তিনি। ফোরকানের দুর্দান্ত ফিফটি ওপর ভর করে শাহা বু-আলী কালন্দর ক্রিকেট একাদশকে ৩৪ রানে হারিয়ে টুর্ণামেন্টের শুরুটা জয় দিয়ে মাতালেন ।মরহুম জহিরুল ইসলাম বাচ্চু ফাউন্ডেশন এর ১০৭ রানের টার্গেট-এ নেমে মাত্র ৭৩ রানে ম্যাচ সমাপ্তি করে শাহা বু-আলী কালন্দর ক্রিকেট একাদশ।ম্যাচটি শুরু হয় রাত ৯:২০ মিনিটে বোয়ালখালী আহল্লা সদরপাড়া এন এ নুরুল হক স্কুলের মাঠে। ম্যাচ সেরা মোহাম্মদ ফোরকান।ওপেনিংয়ে নেমে ফোরকানের ফিফটি,
ওপেনিংয়ে নেমে ফোরকানের ফিফটি, টুর্ণামেন্টের শুরুটা জয় দিয়ে মাতালেন
