জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ( উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর তত্ত্বাবধানে সহকারী পরিচালক মোঃ মাগফুর রহমান এর পরিচালনায় ঢাকা মহানগরীতে বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
আজ (বৃহস্পতিবার) ২৭ ফেব্রুয়ারি জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্দেশনায় ঢাকা মহানগরীর উত্তরা, আজমপুর এলাকায় বাজার তদারকিমূলক এ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণ এবং উৎপাদিত পণ্যে মেয়াদ উত্তীর্ণ ও উৎপাদনের তারিখ না লেখার অপরাধে জরিমানা আরোপ করা হয়। ভোক্তা -অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে উত্তরা পশ্চিম থানা পুলিশ সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।