অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যৌথ উদ্দ্যেগে, বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সর্ম্পকে জনসচেতনতা বাড়ানোর লক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় বীমা দিবস-২০২০।
আজ (১ মার্চ) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানিকভাবে বীমা দিবসের উদ্বোধন করেন। ঢাকাসহ সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি ভাবে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, আইডিআরএ’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী, বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, বীমা সংগঠক ও জেনিথ ইসলামী লাইফের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী এবং বিআইএফ’র প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।
উদ্বোধন অনুষ্ঠান শেষে দিনব্যাপী বীমা মেলা অনুষ্ঠিত হবে। দেশের সরকারি ও বেসরকারি ৭৮টি লাইফ ও নন-লাইফ কোম্পানী মেলায় অংশ নিয়েছে। প্রধানমন্ত্রী বীমা মেলার স্টল পরিদর্শন করবেন।
দেশের বীমা খাতে বিশেষ অবদান রাখায় সাধারন বীমা করপোরেশনের সাবেক চেয়ারম্যান খোদা বক্স, গোলাম মাওলা, বিজিআইসি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ সামাদ, জীবন বীমা করপোরেশনের সাবেক চেয়ারম্যান শমসুল আলম এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাফায়েত আহমেদকে এবারের বীমা মেলায় বিশেষ সম্মাননা দেওয়া হবে। জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে আগামীকাল ২ মার্চ রাজধানীর হাতির ঝিলের আর্মি থিয়েটারে সন্ধা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।