জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুভক্ষণে আতসবাজি ফুটানোর সময় রংপুর আওয়ামী লীগ কার্যালয়ে আগুন লেগেছে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আলম। তিনি বলেন আমরা আগুন লাগার কিছুক্ষণের মধ্যে কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে এনেছি তবে এর কিছুক্ষণ পর কার্যালয়ের অপর পাশের মার্কেটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আট ইউনিট। বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।