বিশ্ব জুড়ে ভয়াবহ করোনা ভাইরাস সহ সকল প্রকার রোগ বলাই ও বিপদ আপদ থেকে মিরপাড়া জামে মসজিদের চুতুর্পাশে (আমির ভুইয়ার বাড়ি থেকে কালা ছমদ বাড়ি পর্যন্ত) সকল ব্যক্তি, দেশ ও বিশ্ববাসির হেফাজতে জন্য দোয়া মাহফিলের আযোজন করেন এলাকাবাসি। উক্ত এলাকার বিদেশী ভাইদের সকল বিপদ থেকে হেফাজত করার উদ্দ্যেশ্যে বিশেষ মুনাজাত করা হয়। এলাকাবাসি ও সম্মানিত আলেম ওলামাদের উপস্তিতিতে, এলাকা ও সকল প্রবাসিদের রক্ষায় মহান আল্লাহর দরবারে একযোগে প্রার্থনা করা হয়।
ফটিকছড়ির মিরপাড়া মসজিদে করোনা থেকে মুক্তির জন্য দোয়া।
