ভ্যানগাড়ি করে খাদ্য-সামগ্রী নিয়ে অসহায় মানুষদের মাঝে বিতরণ করেছেন সমাজ সেবক আবু মোহাম্মদ মহসিন চৌধুরী। তিনি স্থগিত হওয়া চসিকের ২১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রাথী।
গতকাল শনিবার (২৮ মার্চ) রাতে ব্যক্তিগত উদ্যোগে মহসিন চৌধুরী ৩০০ জন অসহায় পরবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
২১নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় কোন জনসমাগম ছাড়া নিজে ভ্যানগাড়ি করে তিনি চাল-ডাল, তেল-আলুসহ খাদ্য সামগ্রীগুলো বিতরণ করেন। এতে প্রতিটি পরিবার ১ দিন ভালভাবে খাবার খেতে পারবে। সমাজসেবক মানবতাবাদি মহসিন চৌধুরী বলেন, হাট-বাজার বন্ধ হওয়ায় খেটে খাওয়া ও অসহায় মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। যাদের একজনের রোজগারে পুরো পরিবার চলতো এখন তাদের উপার্জন বন্ধ হওয়ায় তারা অনাহারে দিন কাটাছেন। আমি একজন সচেতন মানুষ হিসেবে তাদের সহযোগিতা করার চেষ্টা করছি। এটা কোন করুনা নয়। নৈতিক দায়িত্ব মাত্র। সরকারের পাশাপাশি সবাইকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার অনুরোধও জানান তিনি তিনি আরও জানান, করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম যেন না হয় সেই জন্য আমি নিজে ভ্যানগাড়ি করে খাদ্যসামগ্রী বিতরণ করছি।