যথাযোগ্য মর্যাদার সাথে বিজয় দিবস উদযাপনের জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে- টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল, কাবাডি ও হাডুডু খেলা। শিক্ষা মন্ত্রণালয় সূত্রের তথ্য আরো জানা যায়, বিজয় দিবসে সূর্য উদয়ের সাথে সাথে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এছাড়াও আগামী ১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান, জাতীয় পর্যায়ে বিতর্ক, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে।
সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবসে ক্রীড়া প্রতিযোগিতার নির্দেশ
