নতুন করে মারা যাওয়া ৫ বাংলাদেশিসহ আমেরিকায় এ যাবত ২৫ জন বাংলাদেশি করোনাভাইরাসে মারা গেলেন। তবে, অনেক প্রবাসী বাংলাদেশি জানিয়েছেন এ সংখ্যা ৩৫ থেকে ৪০ জন হবে।
গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) যুক্তরাষ্ট্রে বিগত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আরও নতুন করে মারা যাওয়া ৫ বাংলাদেশির মধ্যে ৪ জন নিউইয়র্কের এবং একজন নিউজার্সির। বর্তমানে আমেরিকাজুড়ে মরণব্যাধি করোনাভাইরাসের আতঙ্ক, উৎকণ্ঠা বেড়েই চলেছে। দেশটিতে মৃতের সংখ্যাও বেড়ে ৪ হাজার ছুঁই ছুঁই।
প্রতিদিনই দীর্গ হচ্ছে করোনায় মৃত্যুর মিছিলে। প্রতি মুহুর্তে মৃতদের তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন নাম। নিউইয়র্ক নগরীর সবচেয় করুণ অবস্থা।
ঘুম থেকে উঠলে মৃত্যুর সংবাদ, ঘুমাতে গেলে মৃত্যুর সংবাদ। এই রকম কঠিন বাস্তবতা নিয়ে বেঁচে আছেন নির্ঘুম রাজ্যের বাসিন্দারা।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মহান মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিব বাহিনীর গেরিলা কমান্ডার ইঞ্জিনিয়ার ইব্রাহিম খানসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহত অপর ব্যক্তি প্রবাসী সাংবাদিক এ হাই স্বপন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ২৫ বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
করোনাভাইরাসে একের পর এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শোকে স্তব্ধ কমিউনিটিতে অনেক প্রবাসীর করোনায় আক্রান্ত হওয়ার খবরও পাওয়া গেছে।
হাসপাতালে নেয়ার পর অনেকেই করোনা আক্রান্ত কি না, জানতেও পারছেন না। পরিস্থিতি নাজুক হচ্ছে। ঘরে ঘরে লোকজন ফোন করে একে অন্যের খোঁজ নিচ্ছেন। কেউ কিছু করতে পারছেন না। চরম অসহায় বাস্তবতায় লোকজনের বাঁচার আর্তি চারদিকে।