কুমিল্লায় সেনাবাহিনীর ৩৫ ফিল্ড অধিনায়ক কর্ণেল মো: নাজমুল হুদার নেতৃত্বে করোনায় ভ্রাম্যমান চিকিৎসা সেবা চালু করা হয়েছে। কুমিল্লা সেনাবাহিনীর ভ্রাম্যমান এ্যাম্বুলেন্স টিমের আয়োজনে চিকিৎসা সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছেঁ দিতে তাদের এই সেবা।
আজ বুধবার (১ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লা নগরের কান্দিরপাড় টাউনহল মাঠ, ইপিজেড ও কালিয়াজুড়িতে প্রায় ৫ শত রোগীকে নিরাপদ দূরত্বে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও সকলের মাঝে ব্যাপক প্রশংসার জন্ম দিয়েছে।
ডাঃ ক্যাপ্টেইন আয়েশা সিদ্দিকী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন । এ সময় তাকে সহযোগিতা করেন সেনাবাহিনীর আরো ৫/৬ জনের একটি টিম। সেনাবাহিনীর ৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্স টিমের আয়োজনে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র চালু করা হয়েছে।
সেখানে দুস্থ অসহায়সহ সর্বসাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ সরবরাহ করছেন সেনা সদস্যরা। ৩৫ ফিল্ড অধিনায়ক কর্ণেল মো: নাজমুল হুদা খান জানান, কুমিল্লা জেলাসহ বৃহত্তর কুমিল্লার ৬টি জেলায় সেনাবাহিনীর ৮টি ভ্রাম্যমান মেডিকেল টিম স্বাস্থ্যসেবা মানুষের দৌড়গোড়ায় পৌছেঁ দিতে কাজ শুরু করেছে ।
গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আমরা যাচ্ছি, যেখানে দিনমজুর, পথশিশু ও অসহায়রা আছেন। এছাড়া তাদেরও সেবা দিচ্ছি যারা অতি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন।