সাবেক ভূমি মন্ত্রী, পাবনা -৪ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক মোঃ শামসুর রহমান শরীফ মৃত্যু বরন করেছেন।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এই বর্ষিয়ান রাজনীতিবিদ বহুমুখি প্রতিভার অধিকারী ছিলেন।
মন্ত্রী থাকা অবস্থায় দীর্ঘ পাঁচ বছর ভূমি মন্ত্রণালয়কে নেতৃত্ব দিয়ে তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বহুমুখি সংস্কার সাধন করেছেন।