বিশেষ প্রতিনিধি,আবু মনচুর- চট্টগ্রাম মহানগরের দামপাড়া এলাকার এক বৃদ্ধ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত রোগীকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।
গতকাল শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষায় এই ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। রোগ সনাক্ত করার পর আক্রান্ত ব্যক্তির বাসাসহ আশে পাশের ৬টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
আক্রান্ত ব্যক্তিটির নিদেশ ফেরত নয়, তবে বিদেশ ফেরত ব্যক্তির সংস্পর্শে এসেছিল বলে জানিয়েছেন সিভিল সার্জন। রাতে পুলিশ আক্রান্ত ব্যক্তির বাসাসহ গলির ৬টি বাড়ি লকডাউন করার বিষয়টি ছড়িয়ে পড়লে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং দামপাড়া এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
জানা যায় আক্রান্ত ব্যক্তির ছেলে আর ছেলের বউ সৌদিতে হজ্ব করতে গিয়েছিলেন। ফিরেছেন ১২ মার্চ। দেশে ফিরে দুজন কোয়ারেন্টিনে থাকেননি। উনাদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন ছেলের বাবা। বাবার বয়স বেশি সাথে আছে দীর্ঘদিনের হাঁপানি। তাই, ধারণা করা হচ্ছে ছেলে ও ছেলের বউয়ের করোনা থাকলেও সেটার কোন উপসর্গ ছিল না কিন্তু দেহের ইমিউনিটি কম থাকায় বাবা আক্রান্ত হয়ে এখন জীবন-মৃত্যুর সংকটে পড়ে গেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে স্পেন, ইতালি, বৃটেন, আমেরিকা ও চীন- এ সমস্ত দেশে আক্রান্তের সংখ্যা বেড়েছে তাদের দ্বারা যাদের কোন লক্ষণ বা উপসর্গ ছিল না। চট্টগ্রামের আক্রান্ত ব্যক্তিটি জেনারেল হাসপাতাল আসার আগে আরও দুটি ক্লিনিকে গেছেন। অনেক নার্স, চিকিৎসকের সংস্পর্শে এসেছেন, মিশেছেন অনেকের সাথে। যে দুজন হজ্ব করে এসেছেন তারাও নিশ্চয় ঘুরেছেন, মিশেছেন অনেকের সঙ্গে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি গনমাধ্যমকে বলেন, জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন যে ব্যক্তিটি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার কোভিড-১৯ পরীক্ষার জন্য পাঠায়। ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষার পর লোকটি ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হই আমরা। তাঁকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন গনমাধ্যমকে বলেন, পুলিশ রোগীর বাড়ি লকডাউন করে দিয়েছে। কিন্তু চট্টগ্রামের লোকজন এখনো ভয়াবহ ভাইরাসটি সম্পর্কে গুরুত্ব দিচ্ছে না। বাইরে অবাধ বিচরণ করছে। এটাই চিন্তার বিষয়।