বর্তমান করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামে নিয়ন্ত্রণ কক্ষ চালু হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।
গতকাল শুক্রবার (৩ এপ্রিল) চট্টগ্রাম জেলা প্রশাসনের এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সাধারণ ছুটি চলছে। এতে চট্টগ্রামের খেটে খাওয়া বিশাল জনগোষ্ঠী বিশেষ করে গরীব, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণি পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের সহায়তার জন্য চট্টগ্রামের জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নাম্বার ০৩১ ৬১১ ৫৪৫ ০১৮২১ ৬৪০ ৯৫৩
করোনাভাইরাস এর শুরুতে আমরা নগর এবং জেলা মিলে প্রায় ১৭হাজার পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দিয়েছে । সরকার যেহেতু ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সেই কারণে সামনের পরিস্থিতি আরও সুষ্ঠুভাবে মোকাবেলায় আমরা নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছি।
তিনি আরো বলেন, মধ্যবিত্ত শ্রেনীর মানুষ বেশির ভাগ প্রকাশ্যে ত্রাণ সহায়তা নিতে ইতস্তত বোধ করেন। যদি মধ্যবিত্ত শ্রেনীর কেউ ত্রাণ সহায়তা নিতে আগ্রহী হয়, আমরা তাদের বাসায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।