ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে করোনায় দেশের বর্তমান পরিস্থিতিতে নামাজসহ সকল ধর্মের প্রার্থনা নিজ নিজ বাসস্থানে আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে করোনা নিয়ন্ত্রনে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব সাখাওয়াৎ হোসেন সাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
এতে ভয়ানক করোনাভাইরাস রোধকল্পে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা মসজিদে নামাজ আদায় করবেন। আর মুসল্লিদের নিজ নিজ বাসায় নামাজ আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেওয়া গেছে। একই সাথে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অন্যান্য ধর্মের অনুসারীদেরকেও উপসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাসস্থানে উপাসনা করার নির্দেশ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মিলে পাঁচ ওয়াক্তের নামাজে অনধিক পাঁচজন এবং জুমার জামাতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। বাইরের মুসল্লিরা মসজিদে জামাতে অংশ নিতে পারবেন না।
তাছাড়া এই সময়ে সারাদেশে কোথাও ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, তাবলীগী তালিম বা মিলাদ মাহফিলের আয়োজন করা যাবে না। সবাই ব্যক্তিগত ভাবে তিলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মুক্তির প্রার্থনা করবেন। একইভাবে অন্যান্য ধর্মের অনুসারীগণ এসময়ে কোন ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠানের জন্য সমবেত হতে পারবে না।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে, সকল ধর্মের মূলনীতির আলোকে এবং জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে। উল্লেখিত নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানসমুহের পরিচালনা কমিটিকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়। কোন প্রতিষ্ঠান উক্ত সরকারী নির্দেশনা অমান্য করলে প্রশাসন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।