চট্টগ্রামে নতুন ৬০ জনের নমুনা পরীক্ষা করে তার মধ্যে আরও তিনজনের দেহে নভেল করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
আজ বুধবার (৭ এপ্রিল) রাতে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজ (বিআইটিআইডি) থেকে পাওয়া ফলাফলের বরাত দিয়ে এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার মোট ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড, নগরীর হালিশহর ও সাগরিকা এলাকার তিনজন বাসিন্দার দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।
এর আগে গত শুক্রবার ও রোববার চট্টগ্রামে দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছিল। দুইজনই সম্পর্কে বাবা-ছেলে। তাদের বাসা নগরের দামপাড়া এলাকায়। দুইজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা স্থিতিশীল বলে আজ বুধবার জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।