এমএ হাসান নুরুল্লাহ-বীমা শিল্পের পেশাদার উন্নয়ন কর্মীদের মূল্যায়ন করা এখন সকল কোম্পানির নিতান্তই প্রয়োজন। আজ বীমা কোম্পানি গুলো এতো সম্পদশালী তাতে উন্নয়ন কর্মীদের অবদানই সব চেয়ে বেশি।
আজ এই ক্লান্তি কালে করোনা ভাইরাসে যখন সারা বিশ্ব অসহায় সকল দেশের সকল সেক্টর তাদের কর্মচারিদের আর্থিক সহায়তা বা প্রনোদনা দিচ্ছে। কোন কোন কোম্পানী তাদের কর্মকর্তা কর্মচারীদের অগ্রীম বেতন-ভাতা সুবিধা দিচ্ছে। সেখানে বীমা শিল্পের কর্তাব্যক্তিরা আজ নাকে তৈল দিয়ে ঘুমাচ্ছে। এটা শুধু বীমা কর্মীদের হতাশই করেনা কর্মীদের আস্তাহীনতায় ভবিষ্যতে এই শিল্পের কি অবস্থা হবে এই নিয়ে সবাই সংকীত।
এখন সময় এসেছে আমাদের সিদ্ধান্ত নেবার, দাবী উঠেছে উন্নয়ন কর্মীদের মানসম্মত বেতন কাঠামো করা বা আত্নীয়করন করা। আশা করি এই শিল্পের অভিভাবক আইডিআরএ, বিআইএ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম জরুরি পদক্ষেপ নিবেন। এই মূহুর্তে কর্মীদের বাচিয়ে রাখতে কোম্পানি গুলো বিশেষ প্রনোদনা বা আর্থিক সহায়তা প্রদান করবে।
এটার জন্য অফিস খোলার প্রয়োজন নেই। মাননীয় প্রধানমন্ত্রী যদি অনলাইনে কনফারেন্স করে সিদ্ধান্ত দিতে পারে তা হলে আপনাদের সমস্যা কোথায়। প্লিজ আর দেরি করলে এই শিল্পের বড়ই ক্ষতি হয়ে যাবে। আমাদের কর্তৃপক্ষের উপর আস্থা বিশ্বাস নষ্ট হয়ে যাবে। প্লিজ এগিয়ে আসুন অন্তত মানবতার জন্য।