প্রতিবেদক :আব্দুল ছালাম সিকদার-আজ সকাল ১০ ঘটিকায় লাকসাম মুদাপ্পরগঞ্জ মহাসড়কের নোয়াপাড়া বাজার সংলগ্ন খালে একটি লাশ পাওয়া গেছে। উক্ত লাশের পরিচয় ও সজনদের এখনো সনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তিটিকে গত ৫ অথবা ১০দিন আগে কে বা কারা মেরে বস্তা ভরে খালে পেলে যায়। মৃত ব্যক্তিটির লাশ পছে যাওয়ার কারণে বয়স অনুমান করা যাচ্ছেনা। তবে, মৃত ব্যক্তির মুখে এখনো দাড়ি- মুছ দেখা যাচ্ছে। লাশটিকে লাকসাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যদি কারো আত্মীয় -সজন গত ৫-১০ দিন আগে নিখোজ হয়ে থাকে, তাহলে যত দ্রুত সম্ভব লাকসাম থানায় যোগাযোগ করতে পারেন। পুলিশ জানিয়েছে, আত্মীয় – সজনদের দ্রুত খুজে পাওয়া না গেলে কুমিল্লায় বেওয়ারিশ হিসেবে লাশটি দাফন করা হবে।
লাকসাম নোয়াপাড়া বাজার সংলগ্ন খালে বেওয়ারিশ লাশ উদ্ধার
