করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার জন্য সম্মানিত চিকিৎসক ও চিকিৎসা কর্মীগণ জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত্রি কাজ করে যাচ্ছেন। জাতির এই দুর্দিনে সম্মানিত চিকিৎসকগণকে সহযোগিতা করা সকলের নৈতিক দায়িত্ব। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু কিছু বাড়িওয়ালা সম্মানিত চিকিৎসক ও চিকিৎসা কর্মীগণ কে বাসা ভাড়া দিতে অসহযোগিতা করছে। এমনকি বাসা ছেড়ে দেয়ার জন্য ও চাপ দিচ্ছে। যা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। আমাদের ভুলে গেলে চলবে না যে, চিকিৎসক বাঁচলে আমরা বাঁচবো।
চট্টগ্রাম মহানগর পুলিশ, সম্মানিত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের প্রতি অনুরোধ করেছেন, যদি কোন বাড়িওয়ালা এরূপ আচরণ করেন তাহা জানানোর জন্য। সিএমপির হটলাইনে ফোন করে তথ্য দিলে, মাননীয় পুলিশ কমিশনার এর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, যে এ ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিএমপি হটলাইন (চট্টগ্রাম মহানগর এলাকা):
০১৪০০-৪০০৪০০
০১৮ ৮০ ৮০ ৮০ ৮০