জাতিসংঘের হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ১ লাখ কোটি মার্কিন ডলার সমপরিমাণের ঘুষ আদান-প্রদান হয়ে থাকে। অন্যদিকে দুর্নীতির মাধ্যমে ২ লাখ ৬০ হাজার কোটি মার্কিন ডলার চুরি করা হয় সারা বিশ্বে। এই দুইয়ের যোগফল বৈশ্বিক জিডিপির প্রায় ৫ শতাংশেরও বেশি। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির হিসেবে দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত তহবিলের পরিমাণ সরকারি উন্নয়ন সহায়তার ১০ গুণ। দুর্নীতি একটি গুরুতর অপরাধ। এর ফলে সর্বত্রই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। কোন দেশ, অঞ্চল বা সম্প্রদায়ই এর অভিশাপ থেকে মুক্ত নয়। ২০০৩ সালে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করেছে। এরপর থেকেই এর বিভিন্ন সংস্থা যৌথভাবে বিশ্বব্যাপী প্রচারণা গড়ে তুলেছে কীভাবে দুর্নীতি শিক্ষা, স্বাস্থ্য, ন্যায়বিচার, গণতন্ত্র, সমৃদ্ধি এবং উন্নয়নকে প্রভাবিত করে।
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে এ দিবসটি পালন করা হচ্ছে।
৯ ডিসেম্বর রবিবার বাঁশখালি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুদক বাংলাদেশের নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি যথাযথ ভাবে পালন করবে।
কর্মসূচী সমুহঃ
**সকাল ১১টায় উপজেলা চত্বরে মানব -বন্দন।
*সকাল ১১টা৩০মিঃ আলোচনা সভা। দুর্নীতিবিরোধী গন সাক্ষর৷ অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে জেলা দুর্নীতি দমন কমিশনের কর্মকতাবৃন্দ,উপজেলা প্রাসাশনের কর্মকতা,সুশীল সমাজের নাগরিক সহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করবেন।
অনুষ্ঠানে আপনাদের উপস্হিতি কমনা করি।
বিনয়াবনতঃ
তাপস কুমার নন্দী
সভাপতি
উপজেলা দুর্নীতি কমিটি।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’২০১৮
