মহামারি করোনাভাইরাস চীনের একটি গবেষণাগার থেকে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলে পশ্চিমাবিশ্ব। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন অভিযোগ তোলার পর, তাদের তল্পিবাহক জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলও একই ইঙ্গিত দেন।
তবে মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র মুখপাত্র ফাদেলা চাইব বলেন, ‘প্রাপ্ত সব তথ্য প্রমাণে দেখা যাচ্ছে ভাইরাসটি প্রাণী থেকে সৃষ্ট। ইহা কোনও হস্তক্ষেপ বা গবেষণাগার কিংবা অন্য কোথাও তা তৈরি হয়নি।
এখানে উল্লেখ্য, জীবাণু অস্ত্র ছড়িয়ে মানুষকে আক্রান্ত করার অভিযোগ পুরোনো। ১৯৭৮ থেকে ১৯৮০-৮১ সাল পর্যন্ত কিউবায় ডেঙ্গুজ্বরে কয়েক লাখ মানুষ মারা যাওয়ার পর দেশটির বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো একে যুক্তরাষ্ট্রের জীবাণু আক্রমণ বলে অভিযোগ তোলেন।
তবে বেশীর ভাগ মানুষ এখনো মনে প্রানে বিশ্বাস করে ইসরাইল ও আমেরিকা যৌথভাবে এই কোভিড-১৯ ভাইরাস তৈরি করেছে কেবল নিজেদের স্বার্থে। কারণ জীবাণু অস্ত্রের অভিযোগে ইসরাইলের পরামর্শে যুক্তরাষ্ট্র ইরাককে ধ্বংস করেছে এবং এখনও বিভিন্ন দেশকে ধ্বংস করছে। তারা নিজেদের স্বার্থে এমন কোন হীন কাজ নেই যা তারা করতে পারে না।
তাই কোভিড-১৯ নিয়ে তারা খুবই সুকৌশলে পরিকল্পনা করে চীনকে অপরাধী করতে চাই। তারা চীনকে কোন ভাবে থামাতে না পেরে ভাইরাস ছড়ানোর অভিযোগ দিয়ে পশ্চিমা বিশ্বের সহায়তায় সারা বিশ্বের চোখে চীনকে অপরাধী করবে। এরপর মামলা ও অবরোধ দিয়ে চীনকে একদম বিচ্ছিন্ন করবে বিশ্ব থেকে। যেহেতু বর্তমান সময়ে আর্ন্তজাতিক বিশ্ব রাজনীতিতে অর্থনৈতিক ও সামরিক দিক থেকে আমেরিকার প্রতিপক্ষ হচ্ছে চীন। চীনকে টার্গেট করে অত্যান্ত নিখুতভাবে আমেরিকা তাদের পরিকল্পনা সাজাচ্ছে।
এর ধারা বাহিকতায় গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের সরকারি গবেষোগার থেকে এই ভাইরাসের উৎপত্তি কিনা তা খতিয়ে দেখছে তার প্রশাসন। তবে অনেকে তার এমন দাবিকে চীনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ হিসেবে অভিহিত করেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র বলেছেন, ভাইরাসটি প্রাণী থেকে কিভাবে মানুষের দেহে ছড়িয়ে পড়েছে তা স্পষ্ট নয়। তবে নিশ্চিতভাবে মধ্যবর্তী পর্যায়ে তৃতীয় কারোর দেহে এটি বিবর্তিত হয়ে থাকতে পারে। তিনি বলেন, ‘এই ভাইরাসটি বাদুড়ে বাস্তুতান্ত্রিক পরিবর্তন ঘটিয়ে থাকতে পারে বলে সবচেয়ে জোরালো সম্ভাবনা রয়েছে। তবে বাদুড় থেকে কিভাবে তা মানুষের দেহে ছড়িয়ে পড়েছে তা এখনও খতিয়ে দেখতে হবে এবং আবিষ্কার করতে হবে।’