জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া মাত্র ১৫ দিনে চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় তৈরি করলেন দেশের প্রথম ফিল্ড হাসপাতাল।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে রোগী দেখা শুরু করেছেন চিকিৎসকরা। হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।
ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) অদূরে সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর নামক স্থানে ফিল্ড হাসপাতালটি স্থাপন করা হয়েছে।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা মোকাবেলায় নিজের দায়িত্ববোধ থেকে ফিল্ড হাসপাতাল নির্মাণে আগ্রহী হন ডা. বিদ্যুৎ বড়ুয়া। পরে তার এই উদ্যোগে পাশে এসে দাঁড়ান নাভানা গ্রুপ। প্রশাসনের সার্বিক সহযোগিতায় হাসপাতাল নির্মাণ করতে সময় লেগেছে ১৫ দিন।
আজ থেকে ১৫ দিন আগে উদ্যোগ নেওয়া তার এই হাসপাতালটি ৪০টি বেড এবং পাঁচটি ভেন্টিলেটর সুবিধা নিয়ে করোনা রোগীদের চিকিৎসায় কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন, করোনা রোগীদের চিকিৎসা দিতে প্রাথমিকভাবে ১০ সদস্যের একটি চিকিৎসক টিম গঠন করা হয়েছে। এই টিমের সঙ্গে পাঁচ জন নার্স ও তিন জন চিকিৎসা সহকারী কাজ করবেন। এর পাশাপাশি আরও ১০০ জনের মতো স্বেচ্ছাসেবক সহায়তা করবেন।
সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে সমম্বয় করেই হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হবে বলে জানান তিনি।