ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী প্রথমবারের মতো সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা ও বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মধ্যেই এমন খবর জানাল তারা।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বুধবার সকালে মধ্য ইরান থেকে প্রথম সামরিক উপগ্রহ আল-নূর উৎক্ষেপণ করা হয়েছে। এতে আরো বলা হয়, উপগ্রহটি সফলভাবে তার কক্ষপথে পৌঁছে গেছে।
সাম্প্রতিক মাসগুলোতে উপগ্রহ উৎক্ষেপণে বেশ কয়েকবার ব্যর্থ হয়েছে ইরান। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে জাফর-১ যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করলে তা কক্ষপথে পৌঁছাতে পারেনি। দুবার ব্যর্থ হওয়ার পর তৃতীয়বারের মতো সফল হয়েছে দেশটি। অর্থাৎ বুধবার উৎক্ষেপণ সফল এবং উপগ্রহটি নিজ কক্ষপথে পৌঁছাতে সক্ষম হয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত তথ্য জানায়নি বিপ্লবী গার্ডস।