জেলা প্রতিনিধি মোঃ ছিদ্দিক :
ভোলার দৌলতখানে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে হত দরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়।
গত শনিবার (১৮এপ্রিল) শনিবার দুপুরে হাজীপুর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান হামিদুর রহমান টিপুর উপস্থিতিতে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
চেয়ারম্যান হামিদুর রহমান টিপু বলেন, প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে আমরা অত্র ইউনিয়নের ৩০০ জন হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছি এবং আগামীতে আরো করব।
তিনি বলেন, করোনায় কর্মহীন হয়ে যাওয়ায়, এই সব খেটে খাওয়া মানুষদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয়। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে এই সাভোলার দৌলতখানের বিচ্ছিন্ন চর হাজীপুর ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবন, পেয়াজ, ও সাবান বিতরন করা হয়।
দরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করার সময় উক্ত ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্ধ উপস্থিত ছিলেন।