জাহাঙ্গীর বহদ্দারহাট থেকেঃ
টিসিবি পণ্য ক্রয় করতে নগরীর বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে, যা সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব মানা হচ্ছে না। করোনা ভাইরাসে আক্রান্ত সম্ভাবনা রয়ে যাচ্ছে। টিসিবির পণ্য বাজার দরের চেয়ে কিছুটা কম বলে নিম্ন মধ্যম আয়ের মানুষের ভিড় লেগেই আছে। কোন ভাবে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। এই ব্যাপারে কিছু টিসিবি ডিলারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তারাও সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বিষয়টি নিশ্চিত না করে পণ্য বিক্রি করে চলছে। এসব সাধারন মানুষ সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব সম্পর্কে তেমন অবগত নয় শুধু হাত ধোয়ার বিষয়ে অবগত। সবাই সবাই লাইনে দাঁড়িয়ে ভিড় করে পণ্য ক্রয় করছে কিন্তু নিরাপদ দূরত্ব কি তারা বা জানে না। এভাবে পণ্য ক্রয়ে নিজের অজান্তে করোনা সংক্রমনে সম্ভাবনা থেকে যাচ্ছে।চাহিদা চেয়ে টিসিবি’র পন্য গাড়ী অপ্রতুলতাকে দায়ী করেছেন। আজ বদ্দহারহাট পুকুরের পশ্চিম পাড়ে ফুলের দোকানের সামনে টিসিবি পণ্য বিক্রয়ে সাধারণ ক্রেতাদের ভিড় ও গণজটলা দেখা গেছে।