হালিশহর বিডিআর মাঠে ৫০ জন অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন করা হয়।
গতকাল (২৮ এপ্রিল) মঙ্গলবার দুপরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পায়েল ফাউন্ডেশন চেয়াম্যান ফাহাদ চৌধুরী দিপু ও কালের কন্ঠের সিনিয়র রিপোটার রাশেদুল হাসান তুষার।
পায়েল ফাউন্ডেশন চেয়াম্যান ফাহাদ চৌধুরী দিপু বলেন, শহীদ সাইদুর রহমান পায়েল বলতেন, “সপ্নের চোখে পৃথিবীকে দেখতে চাই”। তার এ স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা কাজ করে যাচ্ছি।