চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী শিল্পী গোষ্ঠীর সভাপতি , দেশের খ্যাতিমান গণ সংগীত শিল্পী প্রয়াত অশোক সেন গুপ্তের মরদেহে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক মফিজুর রহমান ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব,দেওয়ান মাকসুদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলম সহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে থেকে শ্রদ্ধা জানানো হয়।
অশোক সেনগুপ্তের প্রতি মেয়রের শেষ শ্রদ্ধা।
