সন্দ্বীপ প্রতিনিধি জুয়েল মাহমুদ.. …
সন্দ্বীপে কোভিড-১৯ লকডাউনে মানবিক সহযোগীতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বর্তমান ১৭ নং মগধরা ইউ,পি চেয়ারম্যান এস.এম.আনোয়ার হোসেন।
সারা বাংলাদেশে যেখানে বিভিন্ন স্থানে সরকারী ত্রাণনিয়ে নয় ছয় হচ্ছে, সেখানে মগধরা ইউ,পি চেয়ারম্যান এস.এম.আনোয়ার হোসেন সৃষ্টি করেছেন ব্যতিক্রমী উদাহারণ। তিনি স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে যাচাই বাচাই করে সরকারী উপহার সামগ্রী প্রকৃত প্রপ্যদারের মাঝে সুষম ভাবে বন্টন করেন। যাহা বাংলাদেশে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
তাছাড়া তিনি বাদশা মিয়া সুকানী ফাউন্ডেশনের মাধ্যমে সম্পূর্ণ নিজ অর্থায়নে ৪৫০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বন্টন করেন। কোভিড-১৯ সংক্রমণে কর্মহীন হয়ে পড়া, নিম্ন আয়ের দিন মজুর, শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক, গাড়ী চালক, গাড়ীর হেলপার, নিম্ন আয়ের মানুষ, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষের ঘরে ঘরে নিত্য প্রযোজনীয় সামগ্রী, চাল, ডাল, আলু, পিয়াজ, তৈল পৌঁছে দেন।
এছাড়া তিনি পবিত্র রমজানের ইফতারীর উপহার সামগ্রী খেজুর, চিনি, ছেমাই, ছিঁড়া, মুড়ি, চনাবুট ও তৈল পৌঁছিয়ে দেন নিজের নির্বাচনী ইউনিয়ন ছাড়া ও পাশের দুটি ইউনিয়নের সীমান্তে বসবাসরতদের মাঝে।
১৭ নং মগধরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন বলেন, আমার এলাকার জনগণই আমার অক্সিজেন। ওরা ভালো থাকলে আমি ভাল থাকবো। আমার পক্ষ থেকে এলাকাবাসীর ঘরে ঘরে বাদশা মিয়া সুকানী ফাউন্ডেশনের মাধ্যমে উপহার সামগ্রী পৌঁছানোর ধারা অব্যাহত থাকবে।