অবশেষে প্রশাসন চট্টগ্রামের রাহাত্তারপুলে ফোন বন্ধ করে রাখা সেই করোনা রোগী নারীর সন্ধান পাওয়া গেছে।
গতকাল শুক্রবার (১ মে) রাতে ৩৪ বছর বয়সী ওই নারীসহ চট্টগ্রামে মোট তিনজন নতুন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে করোনা রোগী দুই পুরুষের খোঁজ মিললেও ওই নারীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় ‘রাহাত্তারপুলের আমান আলী রোডের’ বাড়ি লকডাউন করতে গিয়ে বিপাকে পড়ে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা।
জানা যায় তিনি কক্সবাজার সদর হাসপাতালের একজন চিকিৎসকের স্ত্রী। তার বাসা জামালখানের হেমসেন লেইনে। সংবাদ প্রকাশের পর করোনা আক্রান্ত নারীর চিকিৎসক স্বামী বিষয়টি সংশ্লিষ্টদের জানান। ওই চিকিৎসকও করোনায় আক্রান্ত হয়ে এখন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত স্বামী-স্ত্রী সম্প্রতি ঢাকা থেকে চট্টগ্রামে ফিরেছিলেন।
এসব বিষয় জানিয়ে বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, দেবরের রাহাত্তারপুলের ঠিকানা দেয়ায় ওই নারীকে গতকাল রাতে পাওয়া যায়নি। ভোররাতে বিষয়টি আমরা জেনেছি। আক্রান্ত রোগীর ২৮ দিন আগে সিজারে বাচ্চা হয়েছে। তখন নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছিল। জ্বর, সর্দি লাগায় ২৯ এপ্রিল জেনারেল হাসপাতালে নমুনা দিয়ে আসেন তিনি। এরপর পজেটিভ আসে।
তিনি আরও বলেন, ওই নারীর বাচ্চাটি এখন চাইল্ড কেয়ারের এনআইসিউতে আছে। আক্রান্ত রোগীও চাইল্ড কেয়ারের একটা রুমে নিজেকে আবদ্ধ করে রেখেছেন। সেখানে কেউ ঢুকছে না। বাচ্চাটাও যাতে আক্রান্ত না হন সেজন্য তিনি কাছেও যাচ্ছেন না। বাচ্চাকে আর্টিফিশিয়াল দুধ খাওয়ানো হচ্ছে।