করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে “আতঙ্কে নয় সচেতনতাই দুর হউক করোনা” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে মরহুম নজির হাজারী-হোসেন আরা হাজারী ফাউন্ডেশনের উদ্যোগে লালখান বাজার, মতিঝর্ণা, পোড়া কলোনী ও তুলা পুকুর পাড় নিম্ন আয়ের মানুষ ও অসহায় দুঃস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মরহুম নজির হাজারী-হোসেন আরা হাজারী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আমজাদ হোসেন হাজারী। এসময় উপস্থিত ছিলেন মরহুম নজির হাজারী-হোসেন আরা হাজারী ফাউন্ডেশনের পরিচালক দেলোয়ার হোসেন হাজারী, খোদেজাতুল কোবরা, হালিমা হাজারী লিপি, ওহীনাফ হাজারী, আকিব হাজারী, আসমাউল হোসেনা অর্পিতা প্রমুখ।
লালখান বাজার অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আলহাজ্ব আমজাদ হোসেন হাজারী
