নিউজ ডেস্কঃ
চলমান মহামারি করোনার আপদকালীন সময়ে দেশব্যাপী
হতদরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর দৌরগোড়ায় সরকারের পক্ষ হতে দেওয়া ত্রানসামগ্রী সুষ্ঠ ভাবে বন্টনের লক্ষ্যে সারাদেশে ওর্য়াড পর্যায়ে ত্রান কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম -০৮ আসনের সাংসদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম আহমেদের নির্দেশে বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ৩নং ওর্য়াডে ত্রান কমিটি গঠন করা হয়।বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা, শাকপুরা ইউনিয়ন আওয়ামী এর প্রাক্তন সভাপতি আলহাজ্ব জাকের হোসেন সাহেবকে আহ্বায়ক এবং শাকপুরা ৩নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল হাশেম কে সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট ত্রান কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটি সফলতা, সুনাম ও স্বচ্ছতা বজায় রেখে হতদরিদ্র অসহায় মানুষের কল্যানে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন শাকপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মন্নান মোনাফ সাহেব ও শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুর রউফ।