১’শ কর্মহীন রোজাদার ব্যক্তিদের ঘরে ঘরে এবং রিক্সা,ভ্যান চালকেদের মাঝে ইফতার বিতরণ ও ইফতার পাটি করেন চট্টগ্রাম মহানগর, চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা মোঃ আসিফ হোসেন সিফাত এবং ওয়ার্ড নেতারা চট্টগ্রামে হাজারো মানুষ কর্মহীন হয়ে নিজ নিজ ঘরে অবস্থান করছে। করোনার মাঝেই নিদারুণ কষ্টে পরিবার নিয়ে মাহে রমজানের সংযম পালন করে যাচ্ছে হাজারো পরিবার। এমনতো অবস্থায় করোনা দুর্যোগ মোকাবেলায় শুরু থেকে কাজ করে আসা চান্দগাঁও থানা ছাত্রলীগ এবং ৪/৬ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা হৃদয় আহম্মেদ, আরমান আহমেদ,আপূর্ব দাশ, কাউছার মামুন,মোঃ ইরফান, মোঃ মামুন, মোঃ ফাহিম, মোঃ ইমন,এরা পৌঁছে দিয়েছেন কর্মহীন রোজাদার ব্যক্তিদের ঘরে ঘরে ইফতার।
শুধু তাই নয় এর আগেও করোনা দুর্যোগ দেখার সাথে সাথেই তাঁরা সড়ক ও যানবাহনে জীবানুণাশক স্প্রে করা, সাধারণ মানুষকে সচেতনতার পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ সর্বশেষ নিজ উদ্যোগে নিরবে অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা মোঃ আসিফ হোসেন সিফাত পবিত্র মাহে রমজানে এই উদ্যোগ স্বাগত জানিয়েছেন। এক প্রসঙ্গে এই বিষয়ে জানতে চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা মোঃ আসিফ হোসেন সিফাত বলেন, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সর্বদাই জয় হয়েছে মানবতার।
দেশের এই ক্রান্তিকালে সকলেরই উচিত নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা। হয়তো এই দুর্যোগ একদিন কেটে যাবে কিন্তু ততদিন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার এই বাংলাদেশে কেউ যেন কষ্টে না থাকে তা মাঠপর্যায়ে নিশ্চিত করার দায়িত্ব সকলের আর সেক্ষেত্রে ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে শেষ পর্যন্ত মাঠে থাকার প্রত্যাশা ব্যক্ত করি।
এই বিষয়ে জানতে ৬নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা হৃদয় আহম্মেদ বলেন , ‘আমরা ছাত্রলীগ পরিবার করোনার শুরু থেকেই নানা ভাবে মানুষের পাশে আছি। বিগত দিনে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এখন চলছে রমজান, এই সময় অনেক অটো ভ্যান চালক, রিকশাচালক ইফতারের সময় রাস্তায় থাকে। তাই তাদের কথা চিন্তা করে আজ আমরা ইফতার বিতরণ করেছি।’এই সময় আরো জানতে চাইলে ৬নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা অপূর্ব দাশ বলেন, আমরা সর্বদা মানুষের পাশে থেকে আসছি।কেন্দীয় ছাত্রলীগের নির্দেশে আমাদের এই কাযর্কম চলমান থাকবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।