নিয়মিত বাজার মনিটরিং অভিযানের অংশ হিসাবে, নগরীর পাইকারী ঔষধ বাজার হাজারী লেইনে নকল ও মেয়াদউত্তীর্ণ ঔষধের অভিযানে একলক্ষ চৌত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের।
গতকাল (৭ মে) বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে বিকাল ৫:৩০ পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান নগরীর পাইকারী ঔষধ বাজার হাজারী লেইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
করোনা পরিস্থিতি ও রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্য ছাড়াও জরুরি পণ্যের ক্ষেত্রেও অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন চট্টগ্রাম। নিয়মিত বাজার মনিটরিং করছে জেলা প্রশাসন। অভিযানের অংশ হিসাবে আজ নগরীর পাইকারী ঔষধ বাজার হাজারী লেইনে নকল ও অননুমোদিত হ্যান্ড স্যানিটাইজার, নকল পিপিই, হেক্সিসল এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ১৫ টি মামলায় ১,৩৪,২০০(একলক্ষ চৌত্রিশ হাজার দুইশত) টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান এর নেতৃত্বে নগরীর কে.সি.দে রোডস্থ বিভিন্ন ফার্মেসী ও হাজারী লেনের পুর্বাংশে এই অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে ঔষধ প্রশাসন এর সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান ও সিএম পির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বিপুল পরিমানে নকল ও অননুমোদিত হ্যান্ড স্যানিটাইজার, নকল পিপিই,হেক্সিসল জব্দ করা হয়। ফার্মেসী গুলোতে পাওয়া যায় বিপুল পরিমান ফিজিশিয়ান স্যাম্পল এর ঔষধ ।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান জানান ,আজকের অভিযানে বিভিন্ন দোকানে পাওয়া যায় অননুমোদিত ঔষধ। বেশ কয়েকটি দোকানের লাইসেন্স ছিল না। আবার অনেকের লাইসেন্স এর মেয়াদ শেষ হয়ে গেছে। তাছাড়া নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজে ঔষধ সংরক্ষণের জন্য নির্দেশনা থাকলেও খোলা থাকে সংরক্ষণ করে রেখেছে৷ সেইসাথে অবাধে বিক্রি করছে অননুমোদিত যৌন উত্তেজক ঔষধ ও মেয়াদউত্তীর্ণ ঔষধ। এসব অপরাধ আমলে নিয়ে ৯ টি পাইকারী ও খুচরা ফার্মেসীকে ১,২৫,০০০(একলক্ষ পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নিয়মিত বাজার মনিটরিং এর আওতায় নগরীর খাতুনগঞ্জ এলাকার আল্লাহর দান মশলা স্টোরকে মূল্য তালিকা না থাকার অপরাধে ৫,০০০(পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। সরকারী আদেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ৫ টি প্রতিষ্ঠানকে ৪,২০০(চার হাজার দুইশত) টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান।