আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর এফ এ ইসলামিক মিশন কমপ্রেক্স পরিচালিত ফটিকছড়ি নানুপুর “মারকাজ তাহ্ ফিজুল কোরআন ওয়া দারুল আইতাম” এফ এ ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দরুদ) উপলক্ষে ২ দিন ব্যাপি আজিমুশশান নূরানী মাহ্ফিল অনুষ্ঠিত হবে ।
গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দেশ বিদেশের ইসলামিক স্কুলারগণ ।
মেহমানে আ’লা :আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কুলার, আওলাদে রাসুল (দরুদ) হযরতুলহাজ্ব আল্লামা ড. সৈয়দ শেখ জামাল মুহাম্মদ স্বাকার আলহোসাইনী আলহাশেমী ( মঃজিঃআঃ)
প্রধান অতিথি : বিশিষ্ট সূফিত্বাত্বিক গবেষক,ইসলামি চিন্তাবিদ, আলহাজ্ব সূফি মুহাম্মদ মিজানুর রহমান ।
সভাপতিত্ব করবেন : এফ.এ ইসলামিক মিশন কমপ্রেক্স এর সম্মানিত চেয়ারম্যান, হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ জয়নুল আবেদীন (মঃজিঃআঃ)
উপস্থিতথাকবেন ও মূল্যবান ত্বকরির পেশ করবেন দেশ বরেণ্য বহু সুন্নি পীর মাশায়েক ও ওলামায়ে কেরাম ।
নূরানী মাহফিলে অনুষ্ঠান সূচিতে রয়েছে : খতমে কোরআন * খতমে খাজেগান শরীফ * খতমে সহিহ্ বোখারী শরীফ * খতমে মুজমায়ে সালাওয়াতে রাসুল (দরুদ) আদায় শেষে
মোনাজাত ।
#আর্কষন হিসেবে থাকবে : হুজুর করীম (দরুদ)’র নূরানী দাড়ি মোবারক, জুব্বা মোবারক, রওজায়ে পাক ও কাবা শরীফের গিলাফ মোবারক সহ মূল্যবান তাবারুকাত প্রদর্শন করা হবে ।
#আরো থাকছে : পবিত্র কোরআন তেলওয়াত * জিকিরে মুস্তাফা নাতে রাসুল (দরুদ) মাহফিল *
পরিবেশন করবেন, দেশের প্রকৃত শায়ের বৃন্দ ।
#আরো যুক্ত হয়েছে : ১ম দিবস সকাল ৮ হতে বেলা ১১ পর্যন্ত খালি পেটে ডায়াবেটিকস পরিক্ষা ও রিপোর্ট প্রদান কর্মসূচি ।
#বিশেষ আর্কষন : ১ম দিবস ২৪ ডিসেম্বর, বাদে আসর হতে মাগরিব পর্যন্ত মহিলাদের তালিমী জলসা ও উপস্হিত ইসলামীক খুইজ প্রতিযোগিতা । প্রথম বিজয়ী একজনকে পবিত্র ওমরা হজ্বের টিকেট প্রধান করা হবে ।
#আরো খুশির খবর : অত্র মাদ্রাসার হিফজ বিভাগের হিফজ সমাপ্ত কারীদের দস্তরবন্দি
প্রদান।
#ইনশাআল্লাহ্ এই আইডি থেকে সরাসরি লাইভ দেখানো হবে ।
#উক্ত মহতী এই নূরানী মাহফিলে উপস্হিত হয়ে দুনিয়া ও আখিরাতের কামিয়াবী অর্জন করুন ।
……………………..
হাফেজ মুহাম্মাদ বুরহান উদ্দিন,
সাবেক ছাত্র, অত্র মাদ্রাসা।
নানুপুর এফ এ ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হবে ।
