চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের প্রয়াত সকল সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, করোনার দুর্যোগে সকল সদস্য ও তাদের পরিবারবর্গের সুস্থতা ও সুরক্ষা এবং অসুস্থ সদস্যদের দ্রুত রোগমুক্তি কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একইসাথে দেশে ভয়াবহ করোনা ভাইরাসে সাংবাদিক, চিকিৎসক, পুলিশসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যারা ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করা হয়।
গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত দোয়া মাহফিলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য স ম ইব্রাহীম, স্থায়ী সদস্য নিরূপম দাশগুপ্ত, মোহাম্মদ ফারুক প্রমুখ অংশগ্রহণ করেন।
এর আগে চট্টগ্রামের বিভিন্ন মসজিদের কয়েকজন আলেম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে খতমে কোরআন সম্পন্ন করেন। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন শাহ আনিস জামে মসজিদের খতিব হযরত মাওলানা জামালুদ্দীন।