বিগত শুক্রবার ১৫ মে চট্টগ্রাম জেলা তথ্য অফিসের নিজস্ব প্রচারণায় মাইক্রোবাস থেকে মাইকযোগে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে। এ সময় লকডাউন অবস্থায় সরকারি নির্দেশ মোতাবেক সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বাড়িতে অবস্থান করারও নির্দেশনা দেয়া হচ্ছে।
চট্টগ্রাম জেলা তথ্য অফিস জানিয়েছে, কোভিড-১৯ এর প্রাদুর্ভাব রোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের অন্যান্য তথ্য অফিসের মত চট্টগ্রাম জেলা তথ্য অফিসও মহানগরীসহ জেলার সকল উপজেলার প্রতিটি ই্উনিয়নে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে। এর আগে এপ্রিলের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে মহানগরী ও উপজেলা সমূহে এ প্রচার কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।
প্রচার বার্তায় করোনা ভাইরাসে আক্রান্ত অথবা মৃত ব্যক্তির প্রতি সহানুভূতিশীল এবং মানবিক আচরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে। জনস্বার্থে এ প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ সাঈদ হাসান।