ভারতের দখল করা ভূমিসহ দেশের নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশের কথা ঘোষণা করেছে নেপাল সরকার। এতে ভারতের সঙ্গে বিরোধপূর্ণ লিমপিয়াধুরা, লিপুলেখ ও কালাপানি এলাকাকে নেপালের ভূখণ্ড হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করা হবে।
গত (১৫ মে) শুক্রবার সরকারের বিভিন্ন নীতি ও কর্মসূচি প্রকাশ করতে গিয়ে প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডরি এ কথা জানান। তিনি বলেন যে ভারতের দখল করা ভূখণ্ডগুলো নতুন মানচিত্রে অন্তর্ভুক্ত করা হবে।
প্রেসিডেন্ট বলেন, দখলকৃত ভূখণ্ড অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করবে নেপাল।
এছাড়া আরো সীমান্ত চৌকি বসানো হবে বলেও জানিয়েছেন তিনি।