এতদ্বারা ভোক্তা অধিকার সিআরবির দেশের যে সকল ওয়ার্ড,থানা/উপজেলা,মহানগর এবং বিভাগীয় কমিটির আহ্বায়ক /সদস্য সচিবদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিবারের ন্যায় এবারো ১০ জানুয়ারী ভোক্তা অধিকার সিআরবির স্থপতি বিপ্লবী বিনোদ বিহারীর চৌধুরীর জন্ম উৎসব যথা যোগ্য মর্যাদার সহিত ভোক্তা অধিকার সিআরবির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবে উদযাপন হবে।এবং যার যার ওয়ার্ড, থানা/উপজেলা,জেলা,মহানগরে এবং বিভাগীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠান করার জন্য ভোক্তা অধিকার সিআরবির মহাসচিব কেজি এম সবুজ সাহেব সকলকে উদাত্ব আহ্বান জানান। প্রচারে: মোহাম্মদ আলী, শাখা সমন্বয়কারী- ভোক্তা অধিকার সিআরবি। বি:দ্র- এ উপলক্ষে ভোক্তা অধিকার সিআরবির স্বারকগ্রন্থ প্রকাশ হবে যে সকল কমিটি স্বারকগ্রন্থে অংশগ্রহণ করবেন তাদের কে অফিসে এসে যোগাযোগ করার জন্য বিনিত ভাবে অনুরোধ করা হলো 01819-612090-01629-614720.
১০ জানুয়ারী ভোক্তা অধিকার সিআরবির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিপ্লবী বিনোদ বিহারীর চৌধুরীর জন্ম উৎসব উদযাপন হবে।
