গতকাল ৭ ডিসেম্বর মধ্য রাতে তৈয়ব খান মারা গেছেন। বেলোয়ার খান বাড়ির স্হানীয় বাসিন্দা, তার বড় ভাই মরহুম আকরাম খান ৪০ কোঠায় মারা গিয়েছে। হায়াৎ-মৃত্যূ-রিজিক আল্লাহুপাকের হাতে, দুঃজনক হলেও সত্য যে সমাজ কর্মী তৈয়ব অকালে চলে গেলেন।
মিয়াখান নগর এলাকার সকল প্রকার অনিয়ম ও মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিল তৈয়ব খান। তার সাথে এলাকার অনেক স্মৃতি রয়েছে যা ভুলে যাবার মত নয়। ভাল মানুষ গুলো আমাদের ছেড়ে দ্রুত বিদায় নিচ্ছে, এটাও বিধাতার অমোঘ নিয়ম। আর এ সমাজের মন্দ ও চরিত্রহীন মানুষ গুলো রসালো পান চিবিয়ে চিবিয়ে এলাকার ক্ষতি করছে এবং সমাজপতি হওয়ার চেষ্টা করছে মাত্র। এসব চরিত্রহীনদের থেকে তৈয়ব খান অনেক সাহসী ও আত্ম প্রত্যয়বান মানুষ ছিলেন।
তৈয়ব খানের অকাল মৃত্যূতে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি,আল্লাহপাক তাকে জান্নাতে নসিব করুন….আমিন। সাংবাদিক দিদার আশরাফী।
সমাজ কর্মী তৈয়ব খানের মৃত্যুতে দক্ষিণ বাকলিয়াবাসী শোকাহত
