চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে কতিপয় সন্ত্রাসী আবদুল জব্বার ( ৪২) নামে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যকে গুলি করে হত্যা করেছে।,
আজ (২৫মে) সোমবার সকালে ঈদের নামাজ শেষে স্থানীয় খিরাম চৌমুহনী বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের ধারনা, আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে অন্তঃদ্বন্ধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।
স্থানীয় সুত্রগুলো জানায়, সোমবার ( ঈদের দিন) সকাল ১০টার দিকে উপজেলার খিরাম ইউনিয়নের চৌমুহনী বাজারে পূর্বথেকে উতপেতে থাকা সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহত জব্বার খিরাম ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত সদস্য। এলাকায় তিনি জব্বার মেম্বার নামে পরিচিত।
পুলিশের এক উর্ধতন কর্মকর্তা জানান, ‘জব্বার মেম্বার নামাজ পড়ে ফিরছিলেন। চৌমুহনী বাজারে তাকে সন্ত্রাসীরা আক্রমন করে। গুলিবিদ্ধ অবস্থায় নাজিরহাটে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন
স্থানীয় সুত্রগুলো আরো জানায়, ঐ ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন ও জব্বার মেম্বারের অনুসারীদের মধ্যে রোববার রাতে খিরাম বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গোলাগুলি হয়। এর জের ধরে সোমবার সকালে জব্বারকে একা পেয়ে সন্ত্রাসীরা আক্রমণ করে। ঘটনার পর পর খিরামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের উর্ধতন কর্মকর্তা এলাকা পরিদর্শন করেছেন।