আজ পবিত্র ঈদ-উল-ফিতর। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই দিনটি অনেক আনন্দ উদ্দীপনার দিন। কিন্তু করোনা মহামারীতে সবকিছু ম্লান করে দিয়েছে। এ যেন এক অচেনা ঈদ। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারীর বিস্তার রোধে সরকার গত ২৬ মার্চ থেকে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি ।কার্যত অঘোষিত লকডাউন চলছে । এইদিকে সামাজিক দুরত্ব নিশ্চিত ও সরকারী নির্দেশনা মেনে চলার জন্য সচেতনতা কার্যক্রমের পাশাপাশি বাজার মনিটরিং এ একটানা মাঠে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় ঈদের দিনেও থেমে নেই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম। লোকসমাগম ঠেকাতে আজ নগরীর পর্যটন ও বিনোদন কেন্দ্রসমূহে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আজ সোমবার ২৫ মে নগরীর বাকলিয়া, সদরঘাট, কোতোয়ালী, ডবলমুরিং ও হালিশহর এলাকায় সিএমপির পুলিশ সদস্যদের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম জানান, আজ আমাদের পবিত্র ঈদ। তবে এইবার একটু অন্যরকম ঈদ। আজকেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আজ নগরীর বাকলিয়া, সদরঘাট, কোতোয়ালী, ডবলমুরিং ও হালিশহর এলাকায় করোনা ভাইরাসের সংক্রামণ নিয়ন্ত্রণে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঈদ উপলক্ষে নগরীর পর্যটন ও বিনোদন কেন্দ্রসমূহে লোক সমাগম ঠেকাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত এলাকার বিনোদন কেন্দ্র সমূহ বন্ধ পাওয়া যায়।
তিনি আরও জানান, আজকে ঈদ উপলক্ষ্যে রাস্তায় মানুষের চলাচল আগের চেয়ে তেমন বেশি পরিলক্ষিত হয়নি। তবে কিছু গণপরিবহন চলতে দেখা গেছে। এসময় বিভিন্ন অপরাধ আমলে নিয়ে ৬ টি মামলায় ৬,০০০(ছয় হাজার) টাকা জরিমানা করা হয়।
এছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য উক্ত এলাকাগুলোতে প্রচার প্রচারণা চালানো হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের এই নির্বাহী কর্মকর্তা।নিউজ কমল।।