সম্প্রতি পূর্ব ইলশা গ্রামে সামাজিক ডাঙায় দুই জন কোরআনে হাফেজ খুনের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় আসামী ধরতে গিয়ে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে একজন আসামী ক্রসফায়ার নিহত হয়। সেই ঘটনার রেস না কাটতে আজ পবিত্র ঈদুল ফিতরের দিন দুই পক্ষের সংঘর্ষে আরো ১জন নিহত।
আজ (২৫মে) সোমবার সকালে ঈদের দিন বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের রত্নপুর গ্রামে সামাজিক ডাঁঙ্গায় দুই গ্রুপ সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে। এর আগে পূর্ব ইলশা গ্রামে সামাজিক ডাঙায় দুই গ্রুপের সংঘর্ষে দুই জন কোরআনে হাফেজ নিহত হয়। তাতে পুলিশের ক্রসফায়ার আরো একজন আসামী নিহত হয়। সেই রেস কাটতে না কাটতে, রমজান মাস শেষে পবিত্র ঈদুল ফিতরের দিন বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের রত্নপুর গ্রামের সামাজিক ডাঁঙ্গায় দুই গ্রুপ সংঘর্ষে একজন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দিনের পর দিন জঘন্য অপরাধ করে বর্বর হত্যাকান্ডের দিকে এগিয়ে যাচ্ছে বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ।