ফটিকছড়ির বক্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ ঘটিকায় বক্তপুর দায়রা বাড়ি উচ্চ বিদ্যালয় হলরুমে ফটিকছড়ি উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ফারুক আহমেদ।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান কথা পত্রিকার ব্যুরো প্রধান গোলাম ছরওয়ার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক ও বিশিষ্ঠ ব্যবসায়ী নেতা এম জালাল হোসেন, প্রচার সম্পাদক এম মনসুর মিয়া, উপদেষ্টা মোহাম্মদ আলী, সম্মানিত সদস্য মোবারক আলী, দপ্তর সম্পাদক আবুল কাশেম, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাস্টার তৌহিদুল আলম, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মিয়া, যুবলীগের যুগ্ম আহবায়ক কামাল পাশা বাদল, স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি আবুল বাশার, খোরশেদুল আলম, আলী আশরাফ, এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা ও তাঁর পরিবারের সকল সদস্যসহ ১৫ আগস্ট, ১৯৭৫ এর সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।