অধিকৃত জম্মু-কাশ্মীরে চরম রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ করার জন্য ভারতের সামরিক ও বেসামরিক লোকজনের বিচার করতে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
সন্ত্রাসের শিকার জনগণকে স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার পালিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেন, ১৯৯০ সাল থেকে ভারতীয় দখলদার সেনাবাহিনী এক লাখের বেশি কাশ্মীরীকে শহীদ এবং ২২,০০০ নারীকে বিধবা করেছে। তারা ১০৮,০০০ শিশুকে এতিম ও ১১,০০০-এর বেশি নারীকে ধর্ষণ করেছে।
গত বছর ৫ আগস্ট ভূখণ্ডটির বিশেষ মর্যাদা বাতিলে পর সামরিক অবরোধ আরোপ করে রাষ্ট্রীয় সন্ত্রাস আরো জোরদার করার জন্য নয়া দিল্লীকে অভিযুক্ত করেন তিনি।
ভারত তখন হিমালয়ান রাজ্যটিকে দুই খণ্ড করে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে।
কাশ্মীরী নেতাদের গ্রেফতার, ১৩,০০০ কাশ্মীরী তরুণকে অপহরণ ও নির্যাতন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর ভারতীয় বাহিনীর বর্বর হামলা; সম্মিলিত শাস্তি ও বিচারবহির্ভুত হত্যার নিন্দা জানান কোরেশি।
মুসলিম সংখ্যাগুরু এই অঞ্চলটি পাকিস্তান ও ভারতের মধ্যে আংশিকভাবে বিভক্ত হয়ে আছে। দুই দেশই এর পুরো মালিকানা দাবি করে। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে বহু দশক ধরে এটি বিরোধের কারণ হিসেবে বিরাজ করছে।