শ্রদ্ধা কাপুর বলিউডে ‘ডিসেন্ট গার্ল’ খ্যাত। এ অভিনেত্রীর সঙ্গে ফারহান আখতারের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। আর এবার সেই তার সঙ্গে দেখা মিলল অন্য একজনের। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, শ্রদ্ধা কাপুর ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠর সঙ্গে প্রেম করছেন। কিন্তু হাতেনাতে তার প্রমাণ পাচ্ছিলেন না পাপারাজিরা। শেষমেশ রোহনের সঙ্গে শ্রদ্ধাকে ধরেই ফেললেন তারা। কর্ণ জোহরের দিওয়ালি পার্টিতে প্রথমবার এক সঙ্গে দেখা গিয়েছিল শ্রদ্ধা কাপুর এবং রোহন শ্রেষ্ঠকে। ৯ বছর ধরে একে অপরকে চেনেন তারা। বিগত কয়েক মাস ধরেই ডেট করছেন দু’জনে। এছাড়া লিভ ইন সম্পর্কও রয়েছে দুজনের।
শ্রদ্ধা লিভ টুগেদারে নতুন প্রেমিক রোহন শ্রেষ্ঠর সঙ্গে।
