গত ১৪ সেপ্টেম্বর ২০২০ইং তারিখে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বোর্ড অব ডাইরেক্টরস’র সম্মানিত চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় খালিদ মাহমুদ চৌধুরীর কোভিট-১৯ পজেটিভ আসে। এ উপলক্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ), (রেজিঃ নং বি-১৯১৮) এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে এতিমদের খাবার বিতরণ ও মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের দ্রুত সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মাননীয় সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক, কমডোর সুমন মাহমুদ সাব্বির, সিবিএ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রব, কার্যকরী সভাপতি মোঃ সাইফুল আলম, যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহীন আহম্মদ, প্রচার সম্পাদক মোঃ আবদুল মমিন, কার্যকরী সদস্য মোঃ আনোয়ার হোসেন, আ লিক কমিটি’র সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, সহ সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম প্রমুখ।